যারা ডরমেটরী
ব্যবহার করতে পারবেনঃ
ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজের প্রয়োজনে আগত
শিক্ষক,গবেষক,প্রশিক্ষণার্থী,রিসোর্স পার্সন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক,কর্মকর্তা কর্মচারীগণ।
খ)
বিধি মোতাবেক অবসর গ্রহনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী
পেনশন বা তার চাকুরী সংক্রান্ত কাজে ক্যাম্পাসে আগমন করলে।
গ) বিশ্ববিদ্যালয় কর্তূক আয়োজিত প্রশিক্ষন/সেমিনার/কর্মশালায়
আগত প্রশিক্ষক,প্রশিক্ষণার্থী,সম্বয়কারী ও টিউটর।
ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সংশ্লিষ্ট বিদেশী
অতিথিবৃন্দ।
ঙ) দেশীয় সরকারী ও
বেসরকারী বিশ্ববিদ্যালয়/স্বয়ত্বশাসিত/রাষ্ট্রয়ত্ব প্রতিষ্ঠানের শিক্ষক
কর্মকর্তাবৃন্দ।
চ) উন্নায়ন
সহযোগীদের কর্মকর্তাবৃন্দ।
ডরমেটরী ব্যবহারের শর্তাবলিঃ
ক)ডরমেটরী-তে কোন প্রকার অবৈধ মালামাল
রাখা যাবে না।
খ)অলংকারাদি,অর্থ ও
মূল্যবান দ্রব্যাদি নিজ দায়িত্বে রাখতে হবে।কোন কিছু হারানো গেলে কর্তৃপক্ষ দায়ী
থাকবে না।
গ) বে-আইনী বা অনৈতিক
কার্যক্রমে লিপ্ত হলে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা হবে।
ঘ)বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়ার হার এবং নিয়মাবলী যে কোন সময়
পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
ঙ) বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কর্তৃপক্ষ যে- কোন সময় বাতিল করার
অধিকার রাখে।
চেক-ইনঃ
ক)ডরমেটরী ভবনে অবস্থানের জন্য
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রিম অনুমতি গ্রহন করতে হবে।
খ)সকল বোর্ডারকে নির্ধারিত ওয়েব সাইটে গিয়ে অনলাইনে সঠিক ভাবে
ফরম পুরন করতে হবে।
গ)ফরম সঠিক
ভাবে পুরন করে পে-স্লিপ সংগ্রহ করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে হবে
ঘ) পে-স্লিপ এর মাধ্যমে টাকা জমা নিশ্চায়ন হওয়ার পর কক্ষ
বরাদ্দ দেওয়া হবে এবং সংস্লিষ্ট শাখায় অবাশ্যই পে-স্লিপ প্রদর্শন করতে হবে।
চেক-আউটঃ
ক) কক্ষ ত্যাগের পূর্বে নিজ দায়িত্বে
পরিচ্ছন্ন অবস্থায় বুঝিয়ে দিবেন।
খ) কক্ষ ত্যাগের পূর্বে কক্ষের চাবি দায়িত্বরত কর্মকর্তা
অথবা কর্মচারীর নিকট হস্তান্তর করতে হবে।
গ) কর্তৃপক্ষকে অবহিত না করে চেক-আউট করলে বিধি মোতাবেক
ব্যবস্থা গ্রহন করা হবে ।
ডরমেটরী
ব্যবহারের সুবিধাদিঃ
সাবান,
টয়লেট পেপার,তাওয়াল,বিছানার চাদর, মশারী,বালিশ,কম্বল/লেপ,স্যান্ডেল,তালা ও চাবি
সরবারহ করা হবে।